দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের খুঁটির জোর কোথায়, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও কোন অপশক্তির বলে ডেমশা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের মত নেক্কারজনক ঘটনা ঘটায়।
নির্বাচনী বিরোধের জেরে সাতকানিয়ায় ঢেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ১৪টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উত্তর ঢেমশা আলমগীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভূক্তভোগীদের দাবী, বিগত ইউপি নির্বাচনে আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছিলাম। এজন্য চেয়ারম্যান রিমন নির্বাচনের পর থেকে আমাদের উপর ক্ষুব্ধ ছিল। নৌকার পক্ষে কাজ করায় ইতিপূর্বে রিমন ও তার কর্মী-সমর্থকরা অনেক আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা-কর্মীর বসতঘরে হামলা চালিয়েছে।
এঘটনায় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত রিমন চেয়ারম্যানকে অনেকবার ফোন করেও কথা বলা সম্ভব হয় নাই।