দুর্নীতি গড়ব দেশ”হবে সোনার বাংলাদেশ”এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত নানা কর্মসূচীর মধ্যে ছিলো আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন র্যালী ও আলোচনা সভা।
পরে আলোচনাসভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। মূখ্য আলোচক ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হুসাইন,।
পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কাসেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চন্দন রক্ষিত,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম(শাহীন),উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি উপজেলা কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।