গাজীপুরের কাপাসিয়া থানায় জেলার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় কাপাসিয়া থানার আয়োজনে থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম পিপিএম বিপিএম বার। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ ছানোয়ার হোসেন, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম নাসিম। কাপাসিয়া কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল কবির হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাস ও সাংগঠণিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম। কাপাসিয়া থানার এগারোটি ইউনিয়নের বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। কাপাসিয়ার এগারোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্ধ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলার সর্বত্র আইন শৃঙ্খলা উন্নতি লক্ষ্যে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার কাপাসিয়া থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রধান করেন এবং পুলিশ সদস্যদের কোন রকম অন্যায় বরদাস্ত করা হবেনা।