উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মরণে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও কাপাসিয়া উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শহীদ তাজউদ্দিন আহমেদ সাংস্কৃতিক উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৫টায় উপজেলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আনিসুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন,উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম(সেলিম) ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম (সেলিম) সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন।
এ-সময় বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন,নতুন মানসিকতা ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। নিজের কর্তব্য নিজে পালন করলেই জাতীয় কর্তব্য পালন হবে।
সাংস্কৃতিক পটভূমিকা এক হওয়া সত্ত্বেও কিছু রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। আমরা মনে করি,তা ঘোচাতে হলে সাংস্কৃতিক শক্তির কোনো বিকল্প নেই।
ভালো মনমানসিকতা আমাদের একান্ত দরকার ভালো মানুষ হওয়া প্রয়োজন। সাংস্কৃতিটা হলো শুধু গান, নাচ,কবিতা আর আবৃত্তি নয়।সেটা হলো সত্য সুন্দর এবং সাধনা।
এসময় জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্বা জানান তিনি । আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। দুটি সমবেত সংগীত পরিবেশন করে উপজেলা সাংস্কৃতিক দল।
একক সঙ্গীত ‘আলোর নয়ন ধোঁয়া আমার’আলোর নয়ন ধোঁয়া’ পরিবেশন করেন মাশপিয়া’ এবং কবিতা আবৃত্তি “এই বাংলার তাজ”পরিবেশন করে একাডেমির সাদিয়া নূর। ।একক সঙ্গীত পরিবেশন করেন (অরন্যা শেন অথই) ও জেলা শিল্পকলা একাডেমি থেকে আগত শিল্পীরা ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন,উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তাগন,ছাত্র-ছাত্রীবৃন্দ,শিক্ষকবৃন্দসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।