গাজীপুর মহানগরীর পূবাইলে মেট্রো থানার মেগডুবি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাড়ির পাশ থেকে অজ্ঞান অচেতন অবস্থায় অজ্ঞাত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা বাইপাস মহাসড়ক সংলগ্ন ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষের বাড়ির পাশ থেকে যুবকটিকে উদ্ধার করা হয়। যুবকের পড়নে ছিল হলুদ টি-শার্ট ও জিন্সের প্যান্ট। বয়স ২২/২৩ বছর হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।
পূবাইল থানার এস আই জামিল উদ্দীন রাসেদ সময়ের দেশকে জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে অচেতন অজ্ঞান অবস্থায় যুবকটিকে উদ্ধার করে শহী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কোন চক্র বা মলম পার্টি তাকে সর্বস্ব কেড়ে নিয়ে এ স্থানে ফেলে রেখে গেছে।