আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রতিটি ওয়ার্ডে শুরু হয়েছে প্রার্থীতাদের আগাম প্রস্তুতি। পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবেই প্রার্থীরা চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণা অন্যান্য ওয়ার্ড থেকে পিছিয়ে নেই গাজীপুর সিটি কর্পোরেশনের সালনার এলাকার ১৯ নং ওয়ার্ডের প্রার্থীরাও। তবে গাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলার সকল প্রার্থীদের মধ্যে এলাকায় জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে আছেন বলে জানা গেছে, সালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো.মোবারক হোসেন।
এলাকায় সহজ-সরল ও দানবীর হিসেবে কাউন্সিলর প্রার্থী মো.মোবারক হোসেনের রয়েছে সুপরিচিতি। কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন সময়ের দেশের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯ নং ওয়ার্ড বাসিকে আমি দিতে চাই একটি আধুনিক ওয়ার্ড, সে লক্ষ্য নিয়ে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে এই ওয়ার্ড বাসির কর্মী হয়ে কাজ করতে চাই। আর আপনাদের সঙ্গে নিয়ে ব্যক্তি, পরিবার তথা সমাজ ধ্বংসকারী সর্বনাশা মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থানকে কাজে লাগিয়ে দুর্বার সামাজিক আন্দোলনের রূপ দিতে চাই। সব নাগরিক সমস্যা ও জনভোগান্তির অবসান ঘটিয়ে ১৯ নং ওয়ার্ডকে গড়ে তুলতে চাই একবিংশ শতাব্দীর বসবাসযোগ্য করে। সে সঙ্গে নাগরিক জীবনের যান্ত্রিকতা থেকে সয়িষ্ণু ও ভঙ্গুর সামাজিক বন্ধনকে শক্তিশালী করতে ওয়ার্ড বাসীকে নিয়ে আসতে চাই এক সুদৃঢ় পারিবারিক বন্ধনে। এ লক্ষ্যে অপসংস্কৃতিকে দূর করে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনকে বেগবান করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ চেয়ে সকলের নিকট দোয়া চাই।