বুধবার ২৬ অক্টোবর রাত ১০:১৫ মিনিটে গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানের দুই নম্বার গেটের সামনে এই ঘটনা ঘটে।গাজীপুর মহনগরের ১৯নং ওর্য়াডের বাসিন্দা সফিকুল ইসলাম অফিস থেকে বাড়িতে ফেরার সময় ডাকাত চক্র তার মটরসাইকেলে রড ছুরে মারে, যা তার বাম পায়ে লাগে। ভাগ্যক্রমে সে পড়ে যায়নি এবং বিচলিত না হয়ে বাইক চালিয়ে চলে আসে।সে বর্তমানে গাজীপুর মহনগরের ১৯নং ওর্য়াডের সালনা সেবা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ঢাকা ময়মনসিংহ হাইওয়ের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় প্রায় সময় চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটে থাকে।গজারির বনের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকে ডাকাত চক্র,হাইওয়ে দিয়ে চলন্ত গাড়িতে রড দিয়ে ডিল ছুরে অথবা গাড়ির পিছনে ডিল ছুরে যার ফলে গাড়িতে ঝনঝন করে শব্দ হয়,গাড়িতে সমস্যা হয়েছে ভেবে গাড়ি থামনোর সাথে সাথেই ডাকাত চক্র হামলা করে লুট করে নেয় গাড়ির মালামালসহ যাত্রীদের সম্পদ।