কাপাসিয়া উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আসমা আক্তারকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সোহেল রানা সােহেল কর্তৃক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।
লাঞ্চিত করার প্রতিবাদে বুধবার বিকালে কাপাসিয়ার মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বক্তারা সুষ্ঠু তদন্তে করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।এ ঘটনায় আসমা আক্তারের স্বামী শফিকুল ইসলাম আসাদ মাঝী বাদী হয়ে থানায় জিডি করেছেন। অন্যদিকে বিদ্যালয়ের সাবেক সভাপতি সোহেল রানা সাহেল দাবী করেন আসমা আক্তার জাল সনদে চাকরি করছেন বিদ্যালয়ে।তিনি এই অভিযোগ করেছেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট।