‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত, প্রাণবন্ত নির্ভিক’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় মঙ্গলবার গাজীপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন গৃহিত কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেল বেধিতে শ্রদ্ধার্ঘ অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান। সকালে সিটি চত্তরে স্থাপিত শেখ রাসেল বেধিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে দিবসের শুরু হয়। পরে সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ও কেক কাটেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান, কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, ইঞ্জি. ইব্রাহীম খলিল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র বলেন, ১৯৬৪ সালের এই দিনে ঐতিহাসিক ঢাকার ধানমন্ডির ৩২নং বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করেন বঙ্গবন্ধু পরিবারে কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল। তিনি আজ আমাদের মাঝে বেঁচে থাকলে ৫৯বছরের একজন পরিপূর্ণ মানবিক মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখতেন। অনুষ্ঠানে শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে কেক কেটে শেখ রাসেল স্মৃতি স্মরণ করা হয়।