কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৪ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই বিদায় সংবর্ধনা ও নবীন বরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মুহাম্মদ তরিকুল ইসলাম খানের উপস্থাপনায় বিদায়ী শিক্ষার্থী ইয়াসির সুলতানের কুরআন তেলাওয়াত এবং রেজাউল করিম এর দেশাত্মবোধক গানের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান জনাব মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভুঁইয়া তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা উল্লেখ করে শিক্ষার্থীদের কে সামগ্রিক জীবনে সততার সাথে জীবন যাপনের জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুল হামিদ তার বক্তব্যে বলেন নবীণ শিক্ষার্থীদের পড়াশোনায় গুরুত্বারোপ করতে এবং বিশেষ অতিথি ড.রনজিত মজুমদার প্রত্যাশা করেন যে, বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে কাজ করবে। উক্ত প্রোগ্রামে রেজিষ্ট্রার প্রফেসর সুকুমার দত্ত , সংবর্ধিত অতিথি ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সর্বশেষ মুনাজাত এর মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।