গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, ১, মানিক উরফে কালা মানিক ২, সাইদুর (আইসক্রিম সাইদুর) ৩,বিপ্লব খান ৪, হিরা খান ৫, রাসেল ৬, ফারুক ৭, আকরাম ৮, আরমান ও ৯, নয়ন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার এস এম মেহেদী, এস আই শুভ মণ্ডল, এ এস আই আরিফ রাব্বানীও এ এস আই আজিজুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যা থেকে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ১২১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে ইতি মধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা শেষে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।