২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বিশ্ব শান্তির অগ্রদূত মানবতার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন গাজীপুর মহানগর ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল সরকারের উদ্যোগে কেক কেটে পালন করা হয়েছে। এসময় ইকবাল সরকার গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশের সমৃদ্ধি কামনা করেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন ১৯৪৭ সালে এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেছার জ্যোষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। ইকবাল সরকার আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে এদেশের বিশ্বাসঘাতকেরা ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের করে হত্যা করেছেন, তিনি যদি বেঁচে থাকতেন আজকে আমার মনে হয় আমরা অনেক আগেই একটি শক্তিশালী দেশ হিসেবে পরিনত হয়ে যেতাম।
আজকের তারই কন্যা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার নেতৃত্বে আজ বাংলাদেশ সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছে। পরিশেষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ইকবাল সরকার। এসময় ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।