গাজীপুরের কালিগঞ্জের মঠবাড়ী মৌজায় পূর্বাচলের বিদ্যুতের উপকেন্দ্র জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য মুল্যের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
আজ বুধবার ২১ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গাজীপুরের কালীগঞ্জের মঠবাড়ী মৌজায় Dhaka western Zone Transmission Grid Expansion project শীর্ষক প্রকল্পে পূর্বাচলের ৪০০/২৩০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের নামে অধিগ্রহণকৃত ভূমির বর্তমান বাজার মূল্য অনুযায়ী ন্যায্য মূল্য পাওয়ার দাবী জানানো হয়।
ক্ষতিগ্রস্ত ভূমির মালিকগণ বর্তমান বাজার মূল্যের ১২/১৫ গুণ কমে ২০১৭-১৮ সালের সরকার কর্তৃক নির্ধারিত ভূমির গড় মূল্য অনুযায়ী ভূমি অধিগ্রহণ করার কারণে সংক্ষুব্ধ হয়ে হাই কোর্টে একটি রীট মোকদ্দমাও দায়ের করেছেন । হাই কোর্ট বগত ৬ জুলাই গাজীপুর জেলা প্রশাসককে সংক্ষুব্ধ ভূমি মালিকদের দাবি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার আদেশ প্রদান করেন।
কিন্তু জেলা প্রশাসকের পক্ষ হতে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ তাদের ন্যায্য দাবী বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন।
মানববন্ধনের ভুক্তভোগীরা বলেন, মঠবাড়ি মৌজায় বর্তমান বাজার মূল্যের চেয়েও ১২/১৫ গুন কম সরকার নির্ধারিত ২৯১৭-১৮ সালের মৌজার গড় মূল্যই ধরা হয়েছে। মৌজার ভ্যালু সংশোধন না করে আগের মূল্য নির্ধারণ করায় তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ভুক্তভোগীগ বর্তমান ন্যায্য মূল্য দাবি করেন জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।