গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের একাধিকবার নির্বাচিত সভাপতি ও দৈনিক লাখো কণ্ঠের প্রতিনিধি রোমান শাহ আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ( ৮ এপ্রিল ) দিবাগত রাত দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ স্বজনদের রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০টায় ও বেলা ১১টায় গাজীপুর মহানগরীর কেন্দ্রীয় কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এর আগে সাংবাদিক রোমান শাহকে গত ১ এপ্রিল রাতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ৩ এপ্রিল তাকে আইসিউতে স্থানান্তর করা হয়।
এদিকে রোমান শাহর মৃত্যুতে গাজীপুরের সাংবাদিক মহল ও সময়ের দেশ পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সদা হাস্যজ্জল ও সাদা মনের মানুষ ছিলেন সাংবাদিক রোমান শাহ আলম। তিনি একাধারে লেখক, কলামিস্ট, কবি ও সংগঠক ছিলেন। তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব থেকে একাধিকবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
তার এই অকাল মত্যুতে সাংবাদিকসহ সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে।