সাতকানিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৬ জুলাই সাতকানিয়া উপজেলার ডলুব্রিজ নামক স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে ব্রিজের উপর গাড়ি পার্কিং করায় সিএনজি অটোরিক্সা ও মোটর বাইককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ৪ টি মামলায় ৯,০০০/- (নয় হাজার) টাকা এবং দোকানের বাহিরে অবৈধভাবে মালামাল রাখায় দন্ডবিধি ১৮৬০ এর আওতায় ২ টি মামলায় ১২,০০০/- (বার হাজার) টাকা সর্বমোট= ২১,০০০/- (একুশ হাজার) টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মং চিংনু মারামা। উক্ত অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ এবং সাতকানিয়া থানার এ.এস.আই জনাব মুজিবুর রহমান এবং ফায়ার সার্ভিসের এস.আই জনাব হুমায়ুন কবির।