বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক এবং গাজীপুর জেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী ইমরান হোসেন শিশিরের নেতৃত্বে গাজীপুর ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, ধলাদিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক আল-আমিন, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সহ জেলার অধীনস্থ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক।