গাজীপুরের কাপাসিয়ায় আরো ১৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবেন বলে জানিয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোরশেদ খান। তিনি মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরসহ জমি প্রদান উপলক্ষে মঙ্গলবার বিকেলে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঘরসহ জমি প্রদান সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন। এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা প্রমুখ।
ব্রিফিংয়ে গোলাম মোরশেদ খান জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দ্বিতীয় ধাপের তৃতীয় পর্যায়ে কাপাসিয়ায় ৩টি আশ্রয়ণ কেন্দ্রে মোট ১৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি পাকা টিনশেড ঘর উপহার দেয়া হবে। উপজেলার রায়েদ ইউনিয়নের সাহাবিদ্যার কোট এলাকায় ৬৫টি ঘর, বারিষাব ইউনিয়নের শ্যামপুর এলাকায় ২৮টি এবং তরগাঁও ইউনিয়নের দেওনা এলাকায় ৬৮টি ঘর নির্মাণ করা হয়েছে। ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ঘরটি গুলোরে প্রতিটিতে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি টয়লেট থাকবে। যেখানে বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা থাকবে।
তিনি আরো জানান, আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আনুষ্ঠানিকভাবে এ ঘর হস্তান্তর করলে ঘরের মালিকগণ নিজ নিজ ঘরে বসবাস করতে পারবেন।