টঙ্গীর বউবাজার এলাকায় রেল লাইনের পাশে অস্থায়ীভাবে বসবাসরত প্রায় দুই শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্থায়ীভাবে বসবাসের জায়গা না পেয়ে অনেক কষ্টে দিনযাপন করেছেন ভুক্তভোগী দুই শতাধিক পরিবার। অসহায় পরিবার গুলোর মাঝে বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ কাউন্সিলার মোঃ আবুল হোসেনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দুলু খান, মোতাহার হোসেন বাদল, আজিজুল, রাসেল, সোহেল সহ আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।