টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকার শিল্প সংস্থার মিলনায়তনের গেটের সামনে এক ব্যবসায়ীর নিকট থেকে ছিনতাইকারী সাদিকুল ইসলাম (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেলা নিবাসী নবীনগর থানাধীন ফতেপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার ৯ জুন টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী বাজার সেনাকল্যান ভবন পাখির বাজার রোডের মাথা হতে রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় পুরাতন স্বর্ন ব্যবসায়ী ইসরাফিল(৩৫) কে মারধর করিয়া তাহার নিকট হতে প্রায় ২৪ ভরি পুরাতন স্বর্নালঙ্কার ( দুটি স্বর্নের বার বা বিস্কুট সহ ) এবং স্বর্ন ক্রয়ের ৮০৭০০ টাকা ছিনিয়ে নেয় এবং পলায়ন করার জন্য দৌড় দেয় এমতাবস্থায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত টঙ্গী পশ্চিম থানার টহল সার্ভিস টীম ছিনতাইকারীকে ছিনতাইয়ের মালামালসহ গ্রেফতার করতে সক্ষম হয়।টাকাপয়সা স্বর্ণালঙ্কার জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় উপস্থিত রাত্রিকালীন দায়িত্বপালকারী এসআই উৎপল সঙ্গীয় ফোর্স এবং জনতার সহযোগিতায় ছিনতাইকারীকে আটক করা হয়।
অলিদুর রহমান অলিঃ
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।