(২৫ মে) বুধবার বিকেলে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার কুশদহ ইউনিয়নের শ্রীরামপুর মালভবানীপুর শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগনের মাঝে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ হ্রাস, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার),পুলিশ সুপার, দিনাজপুর।
ডিআইজি মহোদয় বলেন, মাদক সেবনকারী প্রতিটি ব্যক্তি নিজেরা যেমন ধ্বংস হচ্ছেন, একই সাথে তারা বিপর্যস্ত করে তুলছেন তাদের পরিবারের সদস্যদের জীবন।তাই এই মাদক থেকে আমাদের দুরে থাকতে হবে।
সভা শেষে ডিআইজি মহোদয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কয়েকটি পরিবারের খোঁজ খবার নেন এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠন করার লক্ষে লেখাপড়ায় উৎসাহী করার অনুরোধ করেন।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর, মোঃ ওহিদুন্নবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) দিনাজপুর, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন ও ইউএনও গন সহ সাংবাদিক বৃন্দ। এছাড়াও শিশু উন্নয়ন প্রকল্পের সদস্যগণ সহ নৃ-গোষ্ঠির জনসাধারণ।