গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় পিকআপ ধুমরে মুচরে ঘটনাস্থলে তিন আরোহী নিহত হয়। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার সময় আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা হলেন, পিকআপ চালক মো. মৃদুল হোসেন (২২) তার সহযোগী জাকির হোসেন (২০) ও অজ্ঞাত (৩৫)।
আড়িখোলা এলাকাবাসী ও রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম এ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটায় একটি অরক্ষিত রেলক্রসিং গেট দিয়ে তাল বুঝাই একটি পিকআপ অতিক্রম করার সময়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনটি পিআপটিকে ধাক্কা দেয়। এসময় পিকআপটি ধুমরে মুচরে ট্রেনের সামনে আঁটকে গিয়ে প্রায় দুই কিলোমিটার চলে যায়। এতে ঘটনাস্থলে তিন আরোহীর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
টঙ্গী রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর নূর মোহাম্মদ ও কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে স্থানীয় পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।