বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গাজীপুরের বোর্ড বাজার গাছা থানা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিল ও র্যালিটি নগরীর বোর্ডবাজার বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাইনবোর্ড ঘুরে এসে বোর্ড বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডলের উদ্যোগে আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন গাছা থানার কৃষক লীগের সভাপতি শাহ জালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, তাতী লীগের সহ-সভাপতি জামাল খান, মৎসজীবি লীগের সাবেক সদস্য সচিব এম আসাদুল কবির, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মোল্লা, শহীদুজ্জামান সুমন, আব্দুল জলিল খন্দকার, বাবুল হোসেন মন্ডল, আমির হোসেন ভুট্টু প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
####