গাজীপুরের কাপাসিয়ায় বুধবার সকালে তরগাঁও গিলাপুর ঈদগাহ মাঠে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, আর ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা সহ উপজেলা বিএনপির নেতা কর্মিরা। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের রোগমুক্তি কামনা করেন।
শাহ রিয়াজুল হান্নান বলেন ‘এই আওয়ামী সরকারের সকল মামলা হামলা, বাধা ষড়যন্ত্র উপেক্ষা করে ইনশাল্লাহ তারেক রহমান দেশের মাটিতে ফিরে আসবেন এবং বাংলাদেশের সাধারন মানুষেকে আওয়ামী সরকারের নেতাকর্মীদের নির্যাতনের হাত থেকে রক্ষা করবে এবং সাধারন মানুষের সকল আশা স্বপ্নের প্রতিফলন ঘটাবে। থানা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও আগামীতে বেগম জিয়া নির্দেশিত রাজপথের সকল আন্দোলন সংগ্রামের সফলতা অর্জনের জন্য থানা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে।’আর এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে শীঘ্রই রাজপথের আন্দোলনে সরব হতে হবে”।