গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে যুবলীগকে ঐক্যবদ্ধ মানবিক যুবলীগ করার লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল বৃহস্পতিবার টঙ্গীর সাতাইশ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে এবং মহানগর যুবলীগ নেতা বদরুল আলম পাশার পরিচালনায় আলোচনায় সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, আলহাজ্ব আমান উদ্দিন সরকার, কাইয়ুম সরকার, আবুল কালাম আজাদ মালম, বিল্লাল হোসেন মোল্লা, সাতাইশ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিরি সভাপতি আলহাজ্ব ফিরোজ খান, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুরজ্জামান জুয়েল মন্ডল, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান খান, যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, ফজল করিম, আমির হামজা, মনির হোসেন সাগর প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সাতাইশ উচ্চ বিদ্যালয়ে মাঠে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ হতে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।