গাজীপুর মহানগরের ২৬ নং ওয়ার্ড মারিয়ালি জামতলা এলাকা থেকে গত ১৬ মার্চ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে (জিএমপিথর) সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা নং ২৪। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, মারিয়ালি জামতলা এলাকার শহর আলীর ছেলে আলমগীর হোসেন কাউসার (৩৫), পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলমগীর হোসেন কাউসার এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা করে আসছে।
তারই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় মারিয়ালি জামতলা এলাকায় তার টিনের বসত ঘরের ভিতর মাদক বেচাকেনা করছে। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে (জিএমপিথর) সদর মেট্রো থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন কাউসার টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ সদস্যরা তাদেরকে হাতেনাতে ধরে ফেলে।
পুলিশ মাদক ব্যবসায়ী কাউসারের দেহ তল্লাশি করে পরিহিত লুুঙ্গির কোচ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৩১ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেল হাজতে পাঠান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পুলিশের এস আই সাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, কাউসার দীর্ঘ দিন যাবত মারিয়ালি জামতলা এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।