বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত বেনজীর সহ সকল ভূমি দস্যুদের কবল থেকে লুন্ঠিত বনভূমি উদ্ধারে ৩ দফার আল্টিমেটাম ব্যবসায়ী কবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুরে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু শ্রীবরদীতে ১৩ মণ্ডপে দূর্গাপুজা উদযাপন নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের পরিদর্শন

গাজীপুরে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি চলছে | সময়ের দেশ

বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে

পদ-পদবিসহ বেতন স্কেল ও সামাজিক মর্যাদা নিয়ে বৈষম্যের প্রতিবাদে সারাদেশের মতো গাজীপুরেও বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি ও কালেক্টরেট সহকারি সমিতির পূর্ণদিবস কর্মবিরতি চলছে।
আজ মঙ্গলবার ১ মার্চ সকাল ৯টা থেকে আন্দোলনকারীরা অফিসকক্ষে তালা মেরে জেলা প্রশাসনের সামনে অবস্থান নেয়। এদিকে, হঠাৎ এমন কর্মবিরতিতে দূর্ভোগ পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশীদের।
সকালে গাজীপুর কালেক্টরেট অফিসে গিয়ে দেখা যায়, ই-সেবা কেন্দ্রসহ কর্মচারীদের সকল দফতর রয়েছে বন্ধ আর কেই কেই চেয়ার পেতে বসে আছেন। সেবা নিতে আসা মানুষ পড়ছেন ভোগান্তিতে। দূরদুরান্ত থেকে সেবা নিতে এসে বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের।
ই-সেবা কেন্দ্রে সেবা নিতে আসা লোকজন জানান, কয়েকমাস মাস ধরে অপেক্ষা করছিলেন একটি পর্চার জন্য। যা কিনা আজই দেওয়ার কথা ছিল। তাই সকাল সকাল ছুটে আসেন গাজীপুরে। কিন্তু এসে দেখেন সব অফিস বন্ধ। বাধ্য হয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদেরকে।
তবে জনভোগান্তি নিয়ে আন্দোলনরত নেতারা জানান, বাধ্য হয়েই তাদের কর্মবিরতি পালন করতে হচ্ছে। জনদূর্ভোগ তারাও চান না। কিন্তু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তাদের এ পথ বেছে নিতে হয়েছে।
নেতারা বলেন, বিভিন্ন সরকারি অফিসের কর্মচারীদের পদ-পদবিসহ বেতন স্কেল ও মর্যাদা বৃদ্ধি করলেও একই পদে থাকা দেশের সার্বিক উন্নয়নের চালিকাশক্তি কালেক্টরেট এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারীদের জন্য তা করা হয় নি। ফলে তারা মর্যাদাহানীসহ নানা বঞ্চনার শিকার হয়েছে। তারা আরও বলেন, একই প্রশাসনে কর্মরত তহশিলদার ও সহকারী তহশিলদারদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল পাঁচ ধাপ উপরে নির্ধারণ করা হলেও তাদের বিষয়টি নিয়ে বারবার আশ্বাস দিয়েও সেটা বাস্তবায়ন হচ্ছে না। দাবি আদায় না হলে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।
এসময় বক্তব্য রাখেন, বাকাসস গাজীপুরের সভাপতি এস এম রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মো. সিরাজউদ্দৌল্লাহ, সহ-সভাপতি মুহাম্মদ আজাহরুল হোসেন, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দীপঙ্কও চন্দ্র দাস। আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. আশাদুল হক, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জাকারিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সুমন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোয়াজ্জেম আকন্দ, প্রচার সম্পাদক মো. বেলায়েত হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ মীর কাশেম, মো. কামাল হোসেন, মো. হুমায়ুন শিকদার, মোহাম্মদ মাহবুব আলম, কামরুল ইসলাম, মো. বদরুজ্জামান ও সাবিনা আক্তার প্রমুখ। নেতৃবৃন্দরা জানান অদ্য ১ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102