গাজীপুরের দত্তপাড়া এলাকায় টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সন্ধ্যায় মহানগর বিএনপির আহবায়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার, সদস্য সচিব সোহরাব উদ্দিন ও ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত হোসেন সরকারের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক সালাউদ্দিন সরকার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন।
কমিটিতে মো. সরাফত হোসেনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক করা হয়েছে রাশেদুল ইসলাম কিরণকে। এতে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. জসিম উদ্দিন দেওয়ান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মাহবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, ইসমাইল সিকদার বসু, শেখ মোহাম্মদ আলেক, প্রভাষক বশির উদ্দিন, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত দফায় দফায় আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।