১৭ ফব্রুয়ারি, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল বলেন,বিএনপি শুধু ভোটের সময় মানুষের কাছে আসে। অসহায় মানুষের পাশে তাদেরকে দেখা যায় না। অগ্নি সন্রাস ও ষড়যন্রকারিদের সাথে মানুষ থাকবে না। আজ সকালে অসহায় নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি এসব কথা বলেন।
গাজীপুর ভাষা শহীদ বরকত স্টেডিয়াম প্রাঙ্গণে মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সকালে মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, যুবলীগ নেতা মেহেদী হাসান নাহিদ, সোহানুর রহমান ছোবহান আওয়ামীলীগ যুবলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।
মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল আরো বলেন,আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহ্বানে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে অসহায় দরিদ্র মানুষের হাতে আজ এই শীতবস্ত্র তুলে দিচ্ছি।
মহামারি করোনা কালে যুবলীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। দিনমজুর শ্রমিক খেটে মানুষকে খাদ্য দ্রব্যসহ নানা ধরনের সহযোগিতা দিয়েছি। অসহায় মানুষেকে সাধ্যমতো শীতবস্ত্র তুলে দিচ্ছি। সব সময় সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে থাকি। এটাই হচ্ছে আওয়ামী লীগ—যুবলীগের আদর্শ ও রাজনীতি।