গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
রোববার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের বিজ্ঞ আদালতে একটি মানহানী মামলার অভিযোগের শুনানির দিন ধার্য্য ছিলো। মামলার অভিযোগ শুনানির পর চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম মামলার অভিযোগের শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য্য করেন। সাময়িক বরখাস্ত হওয়া গত বছরের ২৮ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা শাহ সুলতান আতিক বাদী হয়ে মেট্রোপলিটন বাসন থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানি মামলা করেন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রনালয় মেয়র জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করেন। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানি মামলা করেন।
রোববার সকালে আদালতে হাজির হওয়ার খবর পেয়ে জাহাঙ্গীর আলমের সমর্থকসহ আলেম-ওলামা,নারীসহ নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক লোকজন হাজির হন আদালত এলাকায়।
এসময় তাকে দেখতে আসা আমজনতা জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই এবং তোমার সাথে আমরা আছিসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে। দুথএকটি সামাজিক অনুষ্ঠান ছাড়া বরখাস্তের পর এটাই জাহাঙ্গীর আলমের বাহিরে বের হওয়া।
আদালত থেকে বের হওয়ার সময় জাহাঙ্গীর আলম বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে যেন
কাউকে হয়রানি করা না হয়। শুধু আমি নই,কোনো সাধারণ মানুষকেও যেন হয়রানি করা না হয়। যারা যেটাই করেন যেন সত্যিটা করেন।
স্থানীয় আতিকুর রহমানের দায়ের করা মানহানির সিআর মামলায় পুলিশ রোববার প্রতিবেদন জমা দেয়ার তারিখ নির্ধারণ ছিল। এই মামলায় জাহাঙ্গীর আলমকে সমন জারি বা তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ এখনো নেয়া হয়নি। আদালতে আগামী ৩০ মার্চ প্রতিবেদন জমা তারিখ ধার্য করা হয়েছে।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান। তাই আদালতে প্রতিবেদন জমা দিতে বিলম্ব হচ্ছে।