গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় ইউটিসি চত্ত্বরে মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক এর পক্ষ থেকে শুক্রবার বিকালে সহস্রাধিক গরীব, দূস্থ্য ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদম তমিজী হক বলেন, মানবিক বাংলাদেশ সোসাইটির ব্যানারে গাজীপুর মহানগরের ৯টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্র, গরীব ও দূস্থ্যদের মাঝে শীত বস্ত্র নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয়, সিইও বিদ্যুৎ জাহিদ, সাংগঠনিক সম্পাদক কালু , মানবিক সম্পাদক মুক্তা ইসলাম ইভা, সদস্য পবন ইসলাম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিটন, সহ-সভাপতি কামাল উদ্দিন,আব্দুর রাজ্জাক মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক মো. জুম্মন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল রাকিব বেপারী, হাজী ইসমাইলসহ ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও বিভিন্ন নেতৃবৃন্দ।।
##