গাজীপুর ঐতিহ্যবাহী রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের অবসর প্রাপ্ত ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক স্যার ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাহি রাজেউন।
জানা যায়, আজ (২৭/০১/২২খ্রীঃ) বৃহস্পতিবার অনুমান সকাল সাড়ে ১১ টায় গাজীপুর শহরের জোড় পুকুর পাড় এলাকায় তাঁর নিজ বাস ভবনে ( রাজ্জাক টাওয়ার) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম আব্দুর রাজ্জা মাস্টার মৃত্যু কালে তিনি স্ত্রী ১ ছেলে ৩ মেয়ে-সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
আজ বিকেল ৫টায় রাজবাড়ি মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে, মহানগরের রাহাপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সময়ের দেশ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রোদ্ধা ও সমবেদনা প্রকাশ কর হয়েছে।