গাজীপুরে স্থানীয় দৈনিক আজকের জনতা পত্রিকা অফিসে “সংবাদপত্রে তোফাজ্জল হোসেন মানিক মিয়া” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক বলেন, সংবাদপত্র জগতে এক মহান ব্যক্তি ছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া। তিনি তাঁর সততা আদর্শ ও দীর্ঘ কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ ও গুরুত্ব পূর্ণ আলোচনা করেন।
আজ শনিবার সকালে “১৫ আগস্ট, ৩রা নভেম্বর ও ১৯শে মার্চ গবেষণা সংসদ আয়োজিত “সংবাদপত্রে তোফাজ্জল হোসেন মানিক মিয়া” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ডেইলি নিউ-নেশন পত্রিকা’র গাজীপুর প্রতিনিধি ও সংগঠনের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বিপ্লব (বাদামী) সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রতিদিন ও বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহম্মেদ শামীম, দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রকাশক ও সম্পাদক নজরুল ইসলাম আজহার, দৈনিক বাংলাভূমি পত্রিকার বার্তা সম্পাদক এম আব্দুল লতিফ সিদ্দিকী, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবু হানিফা, দৈনিক খবর বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল করিম মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন- দৈনিক কণ্ঠবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম জে আলম, সময়ের দেশ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুল, দৈনিক জনসংবাদ পত্রিকার চীফ রির্পোটার সাব্বির আহম্মেদ রুবেল, দৈনিক নিরপেক্ষ সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক, মোঃ শাহজাহান খান, দি নিউ নেশন পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক অধিকার পত্রিকার গাজীপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক বাংলাদেশ বুলেটিন এর প্রতিনিধি মাসুদ রানা, আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম কাঞ্চন, নবরাজ পত্রিকার প্রতিনিধি আব্দুর রহমান, দৈনিক রূপবানী পত্রিকার মহানগর প্রতিনিধি বিপুল বৈরাগী বিপ্লব, দৈনিক খবর সারাবেলা পত্রিকার প্রতিনিধি লিমা আক্তার, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার হাইউল উদ্দিন খান, এটিএন বাংলার ক্যামেরাম্যান শাহজালাল এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।