ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান রাত আড়াইটার দিকে হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার ও সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
গত রাতে হাতিরঝিল এলাকার রাস্তায় মোটরসাইকেলের পাশে পড়ে ছিলেন হাবিবুর রহমান হাবিব। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। হাবিবের বাড়ি কুমিল্লায়। তার এক শিশু সন্তান ও স্ত্রী আছে। তার মৃত্যুতে সময়ের দেশ পরিবার ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।