গাজীপুর মহানগরে শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে গেছে।
সোমবার রাতে নগরীর ভোগড়া দক্ষিণপাড়া এলাকার আবদুল কাদির মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
মালিক জানান, এক ভাড়াটিয়া ধোঁয়া দিয়ে মশা তাড়াতে ঘরে টুকরো কাপড়ে আগুন ধরিয়ে বাইরে যান। এর কিছুক্ষণ পর আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ২৫টি ঘর ও মালামাল।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।