শহীদ জহিরুল ইসলাম স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যকার এক ব্যতিক্রমী ফুটবল খেলা শুক্রবার বিকেলে মহানগরীর বড় বাড়ি এলাকার বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সফল কাউন্সিলর আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক যুবনেতা মোঃ জহিরুল হক মামুন, বিবাহিত বনাম অবিবাহিত ফাইনাল খেলা উদ্বোধন করেন গাজীপুর মহানগর ৩৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন তন্ময়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী ‘আহ্বায়ক সদস্যথ মোঃ মুকুল সরকার সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আব্দুল্লহ আল মামুন মন্ডল বলেন, নিয়মিত খেলাধুলা করলে আমাদের মন ও শরীর দুটোই ভালো থাকে। আজকাল খেলার মাঠ গুলো দখল হয়ে যাওয়া আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করার তেমন সুযোগ পাচ্ছেন না। আমাদের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খেলাধুলাসহ বিনোদনের ব্যবস্থা করার আশ্বাস দিলেও সেটি বাস্তবে কার্যকর করেন নি। ফুটবল ক্রিকেটের মতো জনপ্রিয় খেলা গুলো আগামীতে আরো বেশি বেশি আয়োজন করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
মামুন মন্ডল বলেন, এখন অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত। বড়দের পাশাপাশি ছোটরাও এ রোগে আক্রান্ত হচ্ছেন দিন দিন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা না করার কারণেই এমনটি হচ্ছে। সুতরাং নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করলে আমাদের যুব সমাজ যেমন শারীরিকভাবে সুস্থ থাকবে তেমনি নেশা থেকেও দূরে থাকতে পারবে। একমাত্র খেলাধুলাই পারে আমাদের যুবসমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে আনতে।
মুখ্য আলোচক শফিকুল ইসলাম বলেন, ফুটবল খেলা হচ্ছে বাংলাদেশের একটি হারিয়ে যাওয়া গৌরব ও ঐতিহ্য। শিল্প উন্নয়নের ফলে মানুষ সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ভুলে যেতে বসেছে। অথচ খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। আজকে আমাদের অধিকাংশ যুব সমাজ যারা আমাদের দেশের ভবিষ্যৎ কর্ণধার মাদকের কালো থাবায় তাদের জীবন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। খেলাধুলার চর্চা নাই বলেই আমাদের যুব সমাজ বিভিন্ন ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
সাদ্দাম হোসেন তন্ময় বলেন, সুতরাং আমাদের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ফুটবল সহ এ ধরনের খেলার আয়োজন বার বার করতে হবে।