সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কাশিমপুরে অটো রিকশা চালক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন আটক গাজীপুরের কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের হাতে নৃশংসভাবে অটো চালক খুন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মামুন মন্ডল গ্রেফতার স্মার্ট কার্ড বিবরণী অনুষ্ঠান সেবা কেন্দ্র পরিদর্শনে শাহ রিয়াজুল হান্নান উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১ তম জন্মদিন উদযাপন | সময়ের দেশ

অলিদুর রহমান অলি, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে

গাজীপুর-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রয়াত সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের একযুগপূর্তি পালন করে স্কুল কর্তৃপক্ষ। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় গাজীপুর মহানগর ৩৭ নম্বর ওয়ার্ডের তারগাছ কুনিয়া পাচর এলাকায় স্কুল ক্যাম্পাসে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের কৃতি সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজী শহিদুল্লাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মুজাফ্ফর আহমেদ, মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, মহানগর আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন সরকার, এসএম শামীম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ কুমার মল্লিক বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপ, মহানগর মৎস্যজীবীলীগের সদস্য সচিব মোঃ আসাদুল কবির, মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল সরকার, গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী আদম আলী, মোঃ শাহীন আহম্মেদ, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকার, মোঃ ইসমাঈল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এত অল্প সময়ে প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে যা আমি কল্পনাও করতে পারি নাই, যেখানে বিশাল পুকুর ছিল ? মাটি ভড়াট করে এলাকাবাসীর সহযোগিতায় আজ বিদ্যালয়টি আপনাদের মাঝে দৃশ্যমান। এ জন্য কুনিয়া, চান্দরা তথা গাছাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।
এর আগে প্রতিমন্ত্রী ফিতা কেটে শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত প্রধান ফটক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অপরদিকে অনুষ্ঠানে মানব কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদ্দাম হোসেন তন্ময় বিদ্যালয়ের দাতা সদস্য হিসাবে এককালীন ৬ লাখ টাকার চেক প্রদান করেন।
আলোচনা শেষে কেকে কেটে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১ তম জন্মদিন পালন করা হয়। শেষে খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার বাদী মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ বাবুল মন্ডল, ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী হুমায়ন কবির রাজ ও মোঃ দেলোয়ার হোসেন, ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হুমায়ন কবির আজাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। গাছা প্রেসক্লাবের সকল সদস্য ও এলাকাবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102