মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে যাতে মাথা নথ করতে না হয়, সেজন্য সবার সহযোগিতা চাই। সত্যের জয় হবেই এবং সত্যটাই প্রতিষ্ঠিত হবে। সত্য চিরন্তন এবং যুগ যুগ ধরে সত্যই প্রতিষ্ঠিত হয়ে আসছে। ভবিষ্যত প্রজন্ম যাতে আলোর পথ দেখতে পায় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। আমরা কোনো অন্যায়, অনাচার, হত্যাকাণ্ড দেখতে চাই না।
সোমবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে আনন্দ সমাবেশ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি,এটি এন বাংলার স্টাফ রির্পোটার মো. মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের প্রতিনিধি অধ্যাপক মুকুল কুমার মল্লিক,এনটিভি প্রতিনিধি নাসির আহমেদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান,দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুক্ত বলাকার সম্পাদক মোঃআলমগীর হোসেন, দৈনিক রুপান্তর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক সুমন আহমেদ শান্ত বাবু, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক, মাছ রাঙা টিভির গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, দপ্তর সম্পাদক পলাশ মল্লিক, সাংবাদিক রেজাউল বারী বাবুল, প্রতাপ কুমার গোপ প্রমুখ।
প্রধান অতিথি এডঃ জাহাঙ্গীর আলম আরোও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ গড়তে আজ উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গাজীপুরকে মাদক মুক্ত গ্রীন- ক্লিন ও পরিকল্পিত নগরী গড়তে সাংবাদিকদের সহযোগীতা চাই। তিনি গাজীপুরের সাংবাদিকদের আবাসন ব্যবস্থা, সন্তানদের শিক্ষা ও সাংবাদিক পবিবারকে স্বাস্থ্য সেবার সহায়তার গুরুত্বারোপ করেন।