গত ২৯ সেপ্টেম্বর গাজীপুর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে একদল সন্ত্রাসীর হামলার প্রতিবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেছেন গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে।
আজ (১৭ আক্টোবর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন এ স্মারকলিপিটি হস্তান্তর করেন গাজীপুর জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামের নিকট। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাভূমিথর সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল হক, দপ্তর সম্পাদক পলাশ মলিক, সাংবাদিক এম. এ ফিরোজ লাভলু, প্রভাষক আবুল হোসেন চৌধুরী, জহিরুল ইসলাম, আব্দুল মালেক, এস.এম হাবিবুর রহমান হাবিব, মোঃ মাসুদ রানা প্রমুখ।
জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য ‘ক্রাউন জুয়েলথ (মুকুট মনি) উপাধিতে ভূষিত হওয়ায় গত ২৯ সেপ্টেম্বরথ২১ গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্ত্বরে আনন্দ র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশ চলাকালে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাসনুন্নাহার ভূঁইয়ার ইন্দনে তাঁর ছোটভাই তথাকথিত সাংবাদিক নামধারী রাহিম সরকারের নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাহান মিয়া সাজু ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জাবেদ আলী জবেসহ একদল চিহ্নিত সন্ত্রাসী হামলা চালায়।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণ চলাকালে হামলাকারীরা মাইক ভাংচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে পদদলিত করে। উক্ত হামলায় প্রেসক্লাবের একজন নারী সাংবাদিকসহ অন্তত ৫ সাংবাদিক লাঞ্চিত হন। এ ঘটনায় গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ সভা ও সমাবেশও করেন এবং হামলাকারীদের গ্রেফতারের জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুর সদর মেট্রো থানায় একটি লিখত অভিযোগ দায়ের করা হয়। সংরক্ষিত মহিলা এমপি সামসুন্নাহার ভূঁইয়ার হস্তক্ষেপে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
পুলিশ ব্যবস্থা না নেয়ায় গত ৩০ সেপ্টেম্বর গাজীপুর প্রেসক্লাব চত্ত্বরে বিচারের দাবীতে সাংবাদিকরা একটি মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। উক্ত সভায় সাংবাদিকরা হুঁশিয়ারী দেন, এ ঘটনায় দায়ের করা মামলা রুজু না করা পর্যন্ত সংরক্ষিত মহিলা এমপি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল সংবাদ বর্জনের।
উক্ত ঘটনা ধামাচাপা দিতে প্রেসক্লাবের ব্যানার ব্যবহার করে তথাকথিত সাংবাদিক নামধারী রাহিম সরকার ও সন্ত্রাসীগংরা বিভিন্ন ভাবে অপপ্রচার দিয়ে যাচ্ছে।