বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে করে যাচ্ছেন তাঁরই জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে অন্তর্ভূক্ত। চলতি বছর জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে সকল সামাজিক সূচকে বাংলাদেশ আশানুরূপ উন্নতি করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্মাননায় ও মুকুটমনি উপাধিতে ভূষিত করা হয়। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ও জাতিসংঘ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুকুটমনি উপাধিতে ভূষিত হওয়ায় ৯ অক্টোবর শনিবার সকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলুল মিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিিিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাষাসৈনিক একেএম মকছুদ আহমেদ, ভাষাসৈনিক হাজেরা নজরুল, ভাষাসৈনিক মোঃ মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি হাকিম আনছার আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, মোঃ আবুল হোসেন, মোঃ জাহানুর রশিদ পাশা প্রমুখ। অনুষ্ঠানে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান আলোচক লায়ন মোঃ গনি মিয়া বাবুল। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।