গাজীপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্বরণে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোবাবর ১০ অক্টোবর দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্বরণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুম। গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহাম্মেদ, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মুজিবুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দেশ রূপান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দেশ টিভির গাজীপুর প্রতিনিধি এম নজরুল ইসরাম, ক্লাবের যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাবের গাজীপুর জেরা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান, লুৎফর রহমান, গাজী আব্দুস সাত্তার, সরু মিয়া, আতাউর রাহমান, হুসেন ইমাম, ডাব্লুউর রহমান, ম.ম দেলোয়ার আলম, রোমান শাহ আলমসহ প্রয়াত সকল সাংবাদিকদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর
তারিখ: ১০-১০-২০২১ইং