জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার ২০২১-২০২২ কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা আজ বৃহস্পতিবার ৭ অক্টোবর গাজীপুর মহানগর হাবিব উল্লাহ স্বরণি ইকবাল কুটিরে অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ মুছা খান রানা’র সভাপতিত্বে ও সহ-সভাপতি সময়ের দেশের সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ ফখরুল আলম, কার্যকরী সভাপতি মোঃ লাবিব উদ্দিন, সিনিয়র সভাপতি ও নতুন ভোরের মফস্বল সম্পাদক মোঃ রেজা চৌধুরী, সহ-সভাপতি এইচ এম মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাভূমি’র বার্তা সম্পাদক এম আব্দুল লতিফ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব বৈরাগী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ, রানা, দপ্তর সম্পাদক নাশিদ আহমেদ তুশার, সহ প্রচার সম্পাদক মোঃ আঃ আলী ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আতিকুর রহমান রানা প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন এম আব্দুল লতিফ সিদ্দিকী।
উল্লেখ্য, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা সরকার নিবন্ধিত সাংবাদিকদের একটি জাতীয় সংগঠন। এই সংগঠনটির প্রতিটি জেলায় এবং থানায় শাখা কমিটি রয়েছে। সারাদেশে বর্তমানে প্রায় ১৫ হাজারের মতো সদস্য এই সংগঠনের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।