শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দারুল আরকাম সরকারি মাদ্রাসার ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ  সম্পন্ন তাহিরপুরে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি” প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার গাজীপুরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন দক্ষিণ সাতলা-রাজাপুর ৪ কি.মি. ইটের সোলিং রাস্তার বেহাল দশা নকলায় ‘মাদক’কে না বলুন কর্মসূচি বাস্তবায়ন বরিশালে নিরাপদ খাদ্য পরিদর্শকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গাজীপুরে দারুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় কোরআন সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে পরিবেশ নদী বায়ু দূষণ ডেঙ্গু মশার উৎপাতে জনসচেতনতার দাবিতে মানববন্ধন গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালীগঞ্জে শহীদ ময়েজ উদ্দিনের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা | সময়ের দেশ

অলিদুর রহমান অলি, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৮৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গাজীপুর জেলার কালীগঞ্জের কৃতি সন্তান শহীদ ময়েজ উদ্দিন আহমেদের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, গাজীপুর এর উদ্যোগে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে দুপুরে কালীগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিল এবং খাদ্য বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত
সভাপতি আবদুল মতিন সরকারের
সভাপতিত্বে, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।

অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, এমপি।

এতে আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ, এমপি। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, গাজীপুর সিটি করপোরেশন মেয়র আলহাজ্ব এডঃ মোঃ জাহাঙ্গীর আলম। সভাপতি পলাশ উপজেলা আওয়ামী লীগ নরসিংদী আলহাজ্ব ডাঃ আনয়ারুল আশরাফ খান দিলিপ, এমপি।

এ সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদের কবরে শ্রদ্বাঞ্জলি ও কবর জিয়ারত করেন শহীদ ময়েজ উদ্দিন আহমেদের মেয়ে মহিলা ও শিশু বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানসহ দলের নেতা কর্মীরা। পরে বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া, বেলা সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে শহীদ ময়েজ উদ্দিন স্মৃতিস্তম্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান, দুপুর ১টায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া শহীদ ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল এবং গরীবদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে স্থানীয় বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লায় আওয়ামী লীগ ও সংগঠযোগী সংগঠনের আয়োজনে শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শহীদ ময়েজ উদ্দিন আহমেদ মহিলা ও শিশু বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকিথর পিতা। ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরশাসক হুসাইন মুহাম্মদ এরশাদ সরকার বিরোধী আন্দোলনে ২২ দল আহুত হরতালের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় এরশাদ সরকার সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলেই শহীদ হন ময়েজ উদ্দিন আহমেদ। তিনি ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা করার জন্য গঠিত ‘মুজিব তহবিলেরথ আহবায়ক ছিলেন। একজন বিচক্ষণ আইন রাজনীতিক হিসেবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি ওই দায়িত্ব পালন করেন। তিনি উল্লেখযোগ্য সময় ধরে বৃহত্তর ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন।

শহীদ ময়েজ উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে ১৯৩০ সালের ১৭ মার্চ জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম ছুরত আলী ও মাতার নাম শহর বানু। ১৯৭০ এবং ১৯৭৩ সালে আওয়াামীলীগের প্রার্থী হিসেবে কালীগঞ্জ নির্বাচনী এলাকা থেকে যথাক্রমে প্রাদেশিক পরিষদ সদস্য এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন ময়েজ উদ্দিন আহমেদ। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে জড়িত ছিলেন তিনি। ১৯৭৭ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ রেডক্রস (বর্তমানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি) এর নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। একাধারে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)থর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গৌরবময় ভূমিকা পালন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে রাষ্ট্রীয় সম্মান “স্বাধীনতা পদকচ্ এ ভূষিত করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102