গাজীপুর মহানগর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এস এস ফ্যাশন লিমিটেডের তরুন প্রকৌশলী ইমরানের রহস্য জনক নিখোঁজ। ৭- দিনেও সন্ধান মেলেনি তাঁর পরিকল্পিত ঘুম হওয়ার আশঙ্খা পরিবারের।
গাজীপুর প্রেসক্লাবে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে নিখোঁজ ইমরানের পিতা মো: সেলিম হোসাইন মোল্লা (৫০) এই দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার ছেলে আসাদুজ্জামান ইমরান (২৫) বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ২০১৭ সালে উর্ত্তীণ হয়। বিগত ৫ -বৎসর যাবৎ গাজীপুর কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকার জনৈক নাসির উদ্দিনের বাড়ীতে সপরিবারে ভাড়া থাকেন। তাঁর ছেলে ইমরান গাজীপুর মহানগরের কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এস এস ফ্যাশন লিমিটেডে প্লানিং ডির্পাটমেন্টে চাকুরী করে। গত ২০ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হয়ে ৮-টা ১৩ মিঃ কর্মস্থলে যোগদান করে, পরক্ষণে সকাল সাড়ে ৮টার ১৮মিনিট পর কারখানা থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিকাল ৪টার দিকে ফ্যাক্টরীর জনৈক হাবিব নামে একজন তাঁকে মোবাইল করে ইমরানের নিখোঁজ হওয়ার খবর জানায়। পরিবারে লোকজন খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন স্হানীয় কাশিমপুর থানায় নিখোঁজ ডায়েরী করেন। যার নম্বর ৯২৪ তারিখ ২১/০৯/২১ইং। পুলিশ নিখোঁজ ইমরানের কোন সন্ধ্যন না পাওয়ায় গত ২৪ সেপ্টেম্বর তিনি স্থানীয় র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। ৭-দিন অতিবাহিত হলেও অদ্যাবধি পুলিশ বা র্যাব তার সন্ধ্যান দিতে পারেননি।
তরুন প্রকৌশলী আসাদুজ্জামান ইমরানের (২৫) কোন সন্ধান না পেয়ে তার পরিবারের লোকজন অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে সেলিম হোসাইন আরো জানান ৩ বছর পূর্বে ইমরান বিয়ে করেছেন, তার ১০ মাস বয়সী আবদুল্লাহ নামে শিশু পুত্র রয়েছে। নিখোঁজ ইমরানের কোন সন্ধান না পেয়ে পরিবারের সবাই অত্যন্ত দু:চিন্তায় রয়েছেন। তারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ন্সংবাদ সম্মেলনে ইমরানের মা ও দুই ভাই সহ তার স্ত্রী উপস্থিত ছিলেন।