গাজীপুর প্রেসক্লাবের সাবেক সন্মানিত সদস্য দৈনিক আজকের জনতা ও জন সংবাদের চীপ রির্পোটার অধ্যাপক মীর মোহাম্মদ দেলোয়ার আলম (ম ম দেলোয়ার আলম) আজ ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন— ইন্না-লিল্লাহ ওয়া-ইন্না ইলাইহে রাজিউন।
গাজীপুর প্রেসক্লাবের সক্রিয় সদস্য সাংবাদিক ম ম দেলোয়ার আলম ঐতিহ্যবাহি ভাওয়াল মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যাপক ছিলেন। তাছাড়া তিনি বেসরকারি প্রতিষ্ঠান গণ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সর্বোজন শ্রদ্ধেয় ভালো মানুষ ছিলেন। আমি তাঁহার অকাল মৃত্যুত গভীর শোক, বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সময়ের দেশ পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।