বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধু অধিকার বঞ্চিত শোষিত নিষ্পেষিত মেহনতী মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ মুক্তিযুদ্ধ, মানব কল্যাণ ও ত্যাগই আজ স্বাধীন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও অর্থনৈতিক মুক্তি অর্জনে সক্ষম।
তিনি মানবতা রক্ষায়, শিক্ষা ও বিজ্ঞান নিয়ে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে রয়েছে ব্যাপক পরিচিতি।
শনিবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মহানগর রাজবাড়ী রোডস্থ প্রকৌশলী ভবনের হলরুমে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সভায় “বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি এাাড, দেওয়ান মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-অবঃ পুলিশের অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রানা, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মকুল কুমার মল্লিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর হানিফ খান, প্রকৌশল ভবন পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ঢালী,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিঃ মোঃ কানিছুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক হাফিজ উদ্দিন খন্দকার, মোঃ ইব্রাহিম খলিল, যুগ্ন সম্পাদক মোঃ মিজানুর রহমান ফরাজী, শিক্ষাবিদ মোঃ আব্দুল মান্নান এড,কফিল উদ্দিন,যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সারফুল ইসলাম, শিল্পপতি কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি গনি মিয়া লায়ন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমনিতে বঙ্গবন্ধুর রক্ত কণিকা পিতার আর্দশ ও সংস্কৃতি চর্চা মানব সেবা করে যাচ্ছে। স্বাস্থ্য শিক্ষা জিডিপি গড় আয়ু বৃদ্ধি শিশু মাত্ মৃত্যু হার কম,খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জনে সক্ষম হচ্ছ।
ব্ঙ্গবন্ধু,আর্দশ মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে আজ গর্বিত।