শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে ৫টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। ১০ সেপ্টেম্বর শুক্রবার রাতে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহলদল ওই গরুগুলো আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের ১০৯৬ নং পিলার এলাকা দিয়ে চোরাকারবারিরা গরুগুলো ভারত থেকে বাংলাদেশে আনছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল চোরাকারবারীদের ধাওয়া দেয়। এসময় কর্ণজোড়া শয়তান বাজার ডেউপা নদীর উপর ব্রিজের নিচে গরু রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে গরুগুলো উদ্ধার করা হয়। তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলাম,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতগরু গুলো সিজার লিস্ট করে নিলামে বিক্রি করার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি বলেন সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।