নালিতাবাড়ীতে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত ছবি প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল (২৯ আগস্ট) রবিবার উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবতা উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন।করোনাকালীন সময়ে,স্ব-শরীরে উপস্থিত হয়ে কোন প্রোগ্রামের অনুমতি না থাকায়,অনলাইন ভিত্তিক একটি ছবি (স্থির চিত্র) প্রতিযোগিতার আয়োজন করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে ১ শত এর অধিক প্রতিযোগি অংশগ্রহন করেন উক্ত প্রতিযোগিতায়। ছবির গুণ,প্রতিযোগির দক্ষতা এবং অনলাইনে ভোটের মাধ্যমে বিজয়ীদের শনাক্ত করা হয়। গতকাল রবিবার নালিতাবাড়ী পৌর ভবনের ৩য় তলায়, জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন চন্দ্র রায়(যুন্ম সাধারন সম্পাদক উক্ত সংগঠন)অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি জুবায়ের আহমেদ জয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহম্মদ তানজিল,প্রচার সম্পাদক ইবাদ মোল্লা,দপ্তর সম্পাদক তাজবীর হাসান সিফাত,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক লায়লা খানম দোলন ও দৈনিক গণকন্ঠ পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি এম উজ্জল প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে ১ম বিজয়ীকে মোবাইল ফোন সহ মোট ১৫ জন কে আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও ছবি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সবাইকে একটি করে পরিবেশ বন্ধু গাছ উপহার দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন ২০১৮ সাল থেকে এক ঝাঁক তরুন সদস্যদের নিয়ে নালিতাবাড়ীতে স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে।