রাজধানীর উত্তরার ৬নং সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. মেসবাহের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। গতকাল রবিবার (২২ আগস্ট) দিবাগত রাতে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. মেসবাহ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম বলেন, তাঁরা তিনভাই মিলে একটা কোচিং সেন্টার চালু করে।করোনার কারণে দুইভাই কোচিং সেন্টারেই থাকতো। গতকাল রোববার দিবাগত রাতে সে কোচিং সেন্টার থেকেই মেসবাহের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেসবাহর সহপাঠীদের থেকে জানা যায়, বেশকিছুদিন ধরেই সে (মেসবাহ)বিষন্নতায় ভুগছিল। অনেকের ধারণা প্রেমঘটিত কারণেই সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।