গত রবিবার বিকেলে গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ড বাজার গাছা প্রেসক্লাব প্রাঙ্গণে শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে, এই করোনা মহামারী লগ্নে গরিব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
এ ত্রান বিতরণ কর্মসূচীতে শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর গাজীপুর মহানগরের আহবায়ক ও গাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল হামিদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক সোহেল মিয়া, সাংবাদিক অলিদুর রহমান অলি, এম আর নাসির, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহিদ হোসেন জনি। এতে দরিদ্র ও হতদরিদ্র প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য এ সংগঠনটি এই করোনা মহামারীতে গাজীপুর শ্রীপুর, বরমী, কাওরাইদ ও ময়মনসিংহের গফরগাঁও, পাগলা এসব এলাকায় ত্রাণ ও নগদ অর্থ এবং বিভিন্ন সামগ্রী বিতরণের মাধ্যমে ব্যপক ভূমিকা পালন করে আসছে।