টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, নতুন পল্লান পাড়ার একদল তরুণ প্রতিভাবান ছাত্রদের নিয়ে গঠিত “উদয়ন সমাজ কল্যাণ ছাত্র সংঘ” আত্মপ্রকাশের প্রথম কার্যক্রম হিসেবে ❝বৃক্ষরোপণ কর্মসূচি-২১❞ পালন করে।
আজ ৩১ই জুলাই ২০২১ দুপুর ২টা ৩০ মিনিটে নতুন পল্লান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কর্মসূচি শুরু করা হয়। সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ এবং সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ তারেক এর যৌথ সঞ্চালনায় এবং হাফেজ মুহাম্মদ তারেক এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
কর্মসূচির শুভ উদ্ভোদন করেন সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা ও বড়ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব মাওলানা শওকত আলী।
ইসলামের আলোকে বৃক্ষরোপণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তৌহিদীয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুফতি হাসান মুহাম্মদ গালিব।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য জনাব মাস্টার আবু তাহের এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য জনাব গফুর আলম। সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।